Your experience on this site will be improved by allowing cookies
ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার পর আমরা অনেকেই চিন্তায় থাকি কনটেন্ট কেন র্যাংকে আসে না। এর মূল কারণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ!
কিওয়ার্ড নির্বাচনে ভুল হলে কনটেন্ট কখনোই আশানুরূপ ফলাফল এনে দিতে পারবে না। এক্সপার্ট দের মতে একটা নিশ সাইটের সফলতা প্রায় ৫০ ভাগ কিওয়ার্ড রিসার্চের উপর নির্ভর করে সুতরাং বুঝতেই পারছেন কিওয়ার্ড রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনার কিওয়ার্ড রিসার্চ ঠিকভাবে হয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন আপনার অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
একটা কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে বেশকিছু মেট্রিক্স বিবেচনায় রাখতে হয় যেগুলো দ্বারা নিশ্চিত হওয়া যায় কিওয়ার্ডটা কত তাড়াতাড়ি র্যাংকেআসবে তারমধ্যে উল্ল্যেখযোগ্য কয়েকটা মেট্রিক হচ্ছে।
১. কিওয়ার্ড লেন্থ: রিসার্চের ক্ষেত্রে আপনি এক শব্দের কোন কিওয়ার্ড নির্বাচন করলে সেটা কখনোই ফলপ্রসূ হবে না কারণ এক শব্দ দ্বারা কোন জিনিস নির্দিষ্টভাবে বোঝা যায় না তাই অন্ততপক্ষে একটা নির্দিষ্ট জিনিস সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কমপক্ষে ৩/৪ শব্দের কিওয়ার্ড টার্গেট করা উচিত।
উদাহরণস্বরূপ:
• লিচু
• লিচু গাছের চারা রোপন
২. কিওয়ার্ড ডিফিকাল্টি: কম্পিটিটিভ কিওয়ার্ড চেনার আরেকটা পরিচিত মেট্রিক হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এক্ষেত্রে কীওয়ার্ড লং টেইল হলেও সেটা গ্রহণযোগ্য হবে না। ইউজার ইনটেন্ট এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
উদাহরণস্বরূপ:
রকমারি বেস্ট সেলার লিস্ট
দারাজ বাংলাদেশ লগ ইন
৩. ডোমেইন/পেইজ অথরিটি: ডোমেইন অথরিটি হচ্ছে সাইট কতটা শক্তিশালী সেটার মাপকাঠি একইভাবে পেইজ অথরিটি দ্বারা বোঝানো হয় পেইজটি কতটা জোরালো এবং তথ্যসমৃদ্ধ। নতুন সাইটের জন্য কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে গুগল সার্চ রেজাল্ট পেইজের অধিকাংশ সাইটের অথরিটি ৪০ এর নিচে থাকা উচিত।
৪. ব্যাকলিংক: অধিকাংশ ক্ষেত্রে ব্যাকলিংক সাইটের র্যাংকিং এ প্রভাব ফেলে। গুগোল সার্চ রেজাল্টে কাঙ্খিত কিওয়ার্ডে র্যাংকে থাকা সাইটগুলো কতটা ব্যাকলিংক করেছে সেটা বিবেচনা করা উচিত। কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে সার্চ রেজাল্টে থাকা অধিকাংশ সাইটগুলোর ব্যাকলিংক ৪০ এর নিচে থাকা উচিত।
৫. ইউজিসি (ইউজার জেনারেটর কনটেন্ট): কাঙ্খিত কিওয়ার্ড গুগলে সার্চ দেওয়ার পরে যদি রেডিট, কোরা, পিন্টারেস্ট এই ধরনের সাইটের রেজাল্ট শো করে তাহলে সেটা ইতিবাচক হিসেবে বিবেচনা করা উচিত।
৬. লো কম্পিটিটিভ সাইট: অনেক সময় দেখা যায় আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডে নিউজ ওয়েবসাইট, সাবডোমেইন, ই-কমার্স ওয়েবসাইট র্যাংক করে আছে এক্ষেত্রে এটাকে ইতিবাচক বিবেচনা করা উচিত কারণ আমরা নিশ ওয়েবসাইট তৈরি করব যেটা তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে।
৭. অল ইন টাইটেল: আমরা সকলেই হয়তো কে জি আর পদ্ধতির সাথে পরিচিত অল ইন টাইটেল মূলত ওইটাই নির্দেশ করে। কোন কিওয়ার্ডের সার্চ ভলিয়ম ২৫০ এর বেশী হলে অবধারিতভাবেই ধারণা করা যায় সেটার কম্পিটিশন অনেক বেশি হবে। তাই নতুন সাইটের জন্য কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সার্চ ভলিয়ম সর্বোচ্চ ২৫০ তথা কেজিআর ফর্মুলা(সার্চ ভলিউম÷অল ইন টাইটেল) মেনে চলা উচিত।
0 comments