Your experience on this site will be improved by allowing cookies
কিওয়ার্ড
রিসার্চ কী, কেন এবং কিভাবে করবেন, এগুলির সম্পর্কে আমরা আজ আলোচনা করব।
আপনারা যারা ব্লগিং শুরু করেছেন বা করতে যাচ্ছেন
তারা হয়তো কীওয়ার্ড নিয়ে কিছুটা জানেন। যারা জানেন না তাদের জন্য
আজকের ব্লগে কিওয়ার্ড ও কিওয়ার্ড রিসার্চ
নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে।
কিওয়ার্ড
রিসার্চ (Keyword
Research) কে ইন্টারনেট জগতের হৃদপিন্ড বলা হয়। আপনি ব্লগিং, ইউটিউবিং, এসইও যাই করুন না কেন কিওয়ার্ড
রিসার্চ ছাড়া আপনি সফল হতে পারবেন না। কিওয়ার্ড রিসার্চ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে ইন্টারনেট জগতে আপনার সফল হওয়ার সম্ভাবনা শতভাগ।
সহজ
ভাষায় কিওয়ার্ড একটি সার্চ কুয়েরি (Search Query)। অর্থাৎ, আমরা
আমাদের প্রয়োজনে যখন কোন কিছু লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটাই! সার্চ করার সময় তা কোন একটা
শব্দ বা বাক্য হতে
পারে।
কিওয়ার্ড
হলো আমরা যখন Google বা Yahoo বা অন্য সার্চ
ইঞ্জিন এ বিভিন্ন ওয়ার্ড
বা লাইন লিখে সার্চ দেই যেমন: Free Online
Coursese, Popular Bangla Songs ইত্যাদি,
এই প্রতিটি লাইন বা শব্দ হলো
এক একটি কিওয়ার্ড। সাধারণত এসইও (SEO) করার জন্য যে মূল শব্দগুলোকে
বাছাই করেছেন বা এসইও এর
ভাষায় আপনি যে শব্দগুলো নিয়ে
কাজ করছেন, সেগুলোই হলো কিওয়ার্ড।
আমরা কিওয়ার্ড কে তিনটি ভাগে ভাগ করতে পারি। যথাঃ
· শর্ট টেইল কিওয়ার্ড (Short tail
keyword)
· লং টেইল কিওয়ার্ড
(Long tail keyword)
· এলএসআই কিওয়ার্ড (LSI keyword)
একটি
শর্ট-টেইল কিওয়ার্ড, যা ‘হেড টার্ম’ নামেও পরিচিত। এটি সর্বোচ্চ তিনটি শব্দ ধারণ করে এবং একটি বিস্তৃত বিষয় কভার করে। শর্ট-টেইল কিওয়ার্ডে সাধারণত লং-টেইল কিওয়ার্ডের
চেয়ে বেশি সার্চ ভলিউম থাকে, যার অর্থ হল তারা বেশি
বেশি ওয়েবসাইট ভিজিটরকে আকর্ষণ করে।
মানুষ
যখন ছোট কিওয়ার্ড লিখে গুগুলে সার্চ করে যেমন, ভালো ঘড়ি। এই ধরনের কিওয়ার্ডগুলো
মুলত ছোট ছোট শব্দ দিয়ে সার্চ করা হয় । যেমন – best bike, best theme, best diabetic
food ইত্যাদি। এগুলো হলো একেকটি short-tail keyword। কারন এগুলো
খুব বেশি competitive হয়ে থাকে এবং গুগলে অনেক বেশি সার্চ হয়ে থাকে।
এগুলো আকারে অনেকটায় বেশি হয়ে থাকে এবং সার্চ ও কম্পিটিশন অনেকটায় কম হয়ে থাকে। এই ধরনের long-tail keywords ব্যবহার করে নতুন ওয়েবসাইটগুলো দ্রুতসময়ে rank করানো যেতে পারে।
যেমন
– “best online courses for SEO in 2022”, “best SEO plugin for 2022” হল long-tail keyword এর উদাহরণ।
LSI keywords এর পূর্ণরূপ হচ্ছে Latent Semantic Indexing keywords। আমি জানি যারা নতুন তাদের জন্য LSI Keywords বিষয়টি অনেক কঠিন মনে হচ্ছে। আসুন এটার পুরো অর্থটা জানি।
· Latent = অন্তর্নিহিত, কাছাকাছি।
· Semantic = শব্দগত, ভাষাগত।
· Indexing= গ্রন্থাদির সূচিভুক্ত।
দুইটি
উপায়ে আপনি LSI কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। প্রথমটা হলো গুগলে সার্চ করে গুগলের সাজেস্ট কিওয়ার্ড থেকে এবং দ্বিতীয়টি হলো LSI Graph এর
ওয়েবসাইটে যেকোন একটি শর্ট টেইল কিওয়ার্ড লিখে সার্চ করে।
কিওয়ার্ড
রিসার্চ হলো এসইও এর ক্ষেত্রে সবচেয়ে
গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং SEO (search engine
optimization) এর একটি এমন গুরুত্বপূর্ণ এবং জরুরি বিভাগ, যার মাধ্যমে জনপ্রিয় এবং সার্চ ইঞ্জিন গুলিতে অধিক পরিমানে সার্চ হওয়া keywords এবং key phrase গুলি খুঁজে বের করা হয়। তাই আপনার ওয়েবসাইটকে rank করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ এর কোন বিকল্প
নেই।
কিওয়ার্ড
রিসার্চ এত গুরুত্বপূর্ণ তার
কারণ হচ্ছে, একটি কন্টেন্টের কিওয়ার্ডের উপরেই লুকিয়ে থাকে সেই কন্টেন্টের সকল বিষয়বস্তু। গুগল সার্চ ইঞ্জিন আপনার কিওয়ার্ডের উপরে নির্ভর করে, আপনার কন্টেন্টটিকে গুগল এর র্যাংকিং
এ নিয়ে যায়। কারণ গুগল সবসময় চেষ্টা করে আপনার কিওয়ার্ডটি আসলেই গুগল এ কি পরিমান
মানুষ প্রতিনিয়ত সার্চ করে থাকেন। আর ভিজিটর যখন
কোন কিছুর প্রয়োজন পড়ে তখন গুগলে গিয়ে সেই বিষয়ের কিওয়ার্ড লিখে সার্চ করে।
উদাহরণস্বরূপ,
আমরা যদি দেখি কেউ একজন কোন একটা ডিজিটাল সার্ভিস নিতে চাচ্ছেন তাহলে তিনি গুগলে গিয়ে সার্চ করবেন “Best digital
service agency in Bangladesh” লিখে।
তারপর সেখানে গুগলের প্রথম পেইজে যে রেজাল্ট গুলো
দেখাবে সেখান থেকেই উনি সার্ভিস নিতে চাইবেন। তাই কেউ যদি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে তার করনীয় হল গুগলে মানুষ
এরকম যে সকল কিওয়ার্ড
লিখে সার্চ করে, তার রেজাল্ট গুলো কে বিশ্লেষন করে
কন্টেন্ট লিখে তার ওয়েবসাইট কে Rank করানো।
যদি
ইন্টারনেট জগতে নিজের ভিত্তি শক্ত ও পাকাপোক্ত করতে
চান তাহলে ভালভাবে কীওয়ার্ড রিসার্চ করতেই হবে, এর কোন বিকল্প
নেই। তা নাহলে ইন্টারনেট
দুনিয়ায় আপনি বেশিদিন টিকে থাকতে পারবেন না।
কিওয়ার্ড ডিফিকাল্টি শব্দটি এসইও ডিফিকাল্টি এবং কিওয়ার্ড কম্পিটিশন নামেও পরিচিত। কোনো কিওয়ার্ড গুগল সার্চে Rank করানো কতটা কঠিন তার প্যারামিটারকেই কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হয়। কিওয়ার্ড ডিফিকাল্টি ৪ ধরনের হয়:
· সহজ – Easy (০-১০)
· মিডিয়াম – Mideum (১১- ৩০)
· কঠিন – Hard (৩১- ৭০)
· খুব কঠিন – Very Hard (৭১ বা তার
বেশি)
কীওয়ার্ড ডিফিকাল্টি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন;
· ডোমেইন অথরিটি (DA)
· পেজ অথরিটি (PA)
· কনটেন্ট কোয়ালিটি, ইত্যাদি।
উপরোক্ত ৩টি বিষয়ের মাঝে যদিও গুগল Rank ফ্যক্টর নিয়ে বলার সময় বলে যে, ডোমেইন অথরিটি সেভাবে গুরুত্ব দেওয়া হয়না, বা নতুন সাইটকে তারা কম গুরুত্ব দেয়না। তবে গুগল ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে যখন কথা বলে তখন তাদের পরিসংখ্যানে দেখানো হয় ২২% পাঠক নতুন সাইট থেকে দ্রুত চলে যায়।
আর আপনি নিশ্চয়ই জানেন, গুগল পাঠককে এংগেজ রাখতে সেরা আর্টিকেল সামনে নিয়ে আসে, যেন ভিজিটর দ্রুত চলে না যায়। তাই এটাকে অন্যতম একটি Ranking ফ্যাক্টর হিসেবে মনে করা হয়।
বিশেষ
করে শর্ট টেইল কিওয়ার্ড এবং মাল্টিপল কিওয়ার্ডে Rank করার জন্য ডোমেইন অথরিটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
0 comments