Your experience on this site will be improved by allowing cookies
আমরা জানি কোনো ওয়েবসাইট এর পেজ বা পোস্ট ইনডেক্স না হলে সেই ওয়েবসাইট এর কোনো রেজাল্ট SERP এ স্থান পায় না তাই ইনডেক্সিং ইস্যুটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কি কি কারণে ইনডেক্সিং হতে সমস্যা হয়ে থাকে সেটা জেনে নিই:
১) আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়।২) আপনি এমনভাবে কোডিং ব্যবহার করছেন যা গুগলের জন্য বুঝতে খুবই জটিল হয়ে থাকে।
৩) যদি আপনার সাইটের লোডিং স্লো হয়।
৪) আপনার ওয়েবসাইট এর কনটেন্ট/আর্টিকেল গুলো যদি ভালো কোয়ালিটির না হয়ে থাকে।
৫) আপনার সাইটটি যদি ইউজার ফ্রেন্ডলি এবং ভিজিটরদের জন্য আকর্ষণীয় না হয়ে থাকে।
৬) যদি এমন কোনো প্লাগিন ব্যবহার করেন যার কারণে গুগল বটকে ইনডেক্স এ বাধা দিয়ে থাকে।
৭) যদি আপনার সাইট কনটেন্ট রেন্ডার করতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে থাকেন।
৮) আপনি যদি গুগল সার্চ কনসোলে আপনার ডোমেইন প্রোপার্টি অ্যাড না করেন।
৯) আপনি যদি নো-ইনডেক্স নো-ফলো মেটা ট্যাগ দিয়ে থাকেন।
১০) আপনি যদি সাইটম্যাপ ব্যবহার না করে থাকেন।
১১) যদি গুগল থেকে পেনাল্টি পেয়ে থাকেন।
১২) যদি টেকনিক্যাল এসইও তে সমস্যা থাকে।
0 comments